আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
  জরায়ু ক্যান্সার প্রতিরোধে গোপালপুরে বিনামূল্যে টীকা পাবে সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী       রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন       গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি    
 


স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যাখ্যার নির্দেশ ট্রাইব্যুনালের

undefined

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে আদালত অবমাননান অভিযোগে এনে এর কারণ দর্শানোর নোটিস জারি করেছে ট্রাইব্যুনাল। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
রোববার ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত এ নির্দেশ দেন।আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বিচারাধীন বিষয়ে মন্তব্য সম্বলিত বক্তব্য-প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে আনলে ট্রাইব্যুনাল কারণ দশার্নোর নোটিশ জারি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মিশর সফরকালে এক অনুষ্ঠানের বক্তৃতায় বলেন, “চিহ্নিত যুদ্ধাপরাধীর রায় চূড়ান্ত। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি মামলায় ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় হবে এবং ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ যুদ্ধাপরাধী সাঈদীর মামলার রায় হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য গত ২ ফেব্রুয়ারি শনিবার আমাদের সময় ও নয়া দিগন্ত পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। রোববার ওই বক্তব্যটি পুনরায় আমার দেশ পত্রিকায় প্রকাশ হয়।

গত বৃহস্পতিবার মিশরে গিয়ে রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাইব্যুনালের বিচারিক বিষয়ে এ মন্তব্য করেন।

আইনজীবী তাজুল ইসলাম বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এনে বলেন, “আপনারা এর আগে স্বপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছিলেন। এটিও আমলে নিয়ে আদেশ দিতে পারেন।” পরে আদালত বেলা ২টায় কারণ দর্শানোর নির্দেশ দেয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!