স্বরাষ্ট্রমন্ত্রী মিশর সফরকালে এক অনুষ্ঠানের বক্তৃতায় বলেন, “চিহ্নিত যুদ্ধাপরাধীর রায় চূড়ান্ত। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি মামলায় ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় হবে এবং ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ যুদ্ধাপরাধী সাঈদীর মামলার রায় হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য গত ২ ফেব্রুয়ারি শনিবার আমাদের সময় ও নয়া দিগন্ত পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। রোববার ওই বক্তব্যটি পুনরায় আমার দেশ পত্রিকায় প্রকাশ হয়।
গত বৃহস্পতিবার মিশরে গিয়ে রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাইব্যুনালের বিচারিক বিষয়ে এ মন্তব্য করেন।
আইনজীবী তাজুল ইসলাম বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এনে বলেন, “আপনারা এর আগে স্বপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছিলেন। এটিও আমলে নিয়ে আদেশ দিতে পারেন।” পরে আদালত বেলা ২টায় কারণ দর্শানোর নির্দেশ দেয়।