আজ || রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি       গোপালপুরে প্রধান শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন       গোপালপুরে ৩০ দিনের মধ্যে বিয়ে করতে সহকারি শিক্ষককে প্রধান শিক্ষকের নোটিশ    
 


সিরিয়াল শুরু হয়ে গেছে, সময়ের অপেক্ষা, বিচার হবেই

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায় বলেছেন, ‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর শুরু হয়ে গেছে। যুদ্ধাপরাধীদের বিচারে সরকার বদ্ধপরিকর। বিরোধী দলের বিচার বানচালের কোনো ষড়যন্ত্রই ধোপে টিকবে না। সিরিয়াল শুরু হয়ে গেছে, সময়ের অপেক্ষা, জনগণের প্রত্যাশা পূরণ হবেই।’

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘বিরোধী দল ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে যুদ্ধাপরাধী বিচার বানচালের চেষ্টা সরকারের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সতীশ চন্দ্র রায় বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধীরা দেশ ও জাতির কাছে কলঙ্কের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এদের বিচার দ্রুত কার্যকর করে দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘একাত্তরে দেশবাসী বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে যেমন ঝাঁপিয়ে পড়েছিল। তেমনি দেশবাসী যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের জন্য অপেক্ষার প্রহর গুনছে।’

মালয়েশিয়ায় লটারির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোয় সরকারের ভূমিকার কথা উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড ইউনিভাসির্টির উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘একমাত্র আওয়ামী লীগই সরকার গঠন করলে জনগণের জন্য কাজ করে থাকে। যা বার বার প্রমাণ হয়েছে।’

তিনি আরও বলেন, মালয়েশিয়া ছাড়াও ইতিমধ্যে থাইল্যান্ড থেকে দেড় লাখ প্রশিক্ষিত জেলে পাঠানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া হংকং থেকে ৫০ হাজার গৃহকর্মী পাঠানোর প্রস্তাবও এর মধ্যে সরকারের কাছে এসেছে।’

বক্তারা মির্জা ফখরুলের কারাগারে আটক থাকা প্রসঙ্গে বলেন, বিএনপি এতো মিথ্যাচার করে যা শুনতে শুনতে দেশবাসীর বিরক্তি এসে গেছে। তবে দেশবাসী এই মিথ্যাচার থেকে মুক্ত, কারণ মির্জা ফখরুল আজ জেলে।’

বঙ্গবন্ধু একাডেমীর আহ্বায়ক হুমায়ুন কবির মিজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজউদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!