আজ || শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি       গোপালপুরে প্রধান শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন       গোপালপুরে ৩০ দিনের মধ্যে বিয়ে করতে সহকারি শিক্ষককে প্রধান শিক্ষকের নোটিশ    
 


বেনাপোলে কোটি কোটি টাকার আমদানি পন্য খোলা আকাশের নীচে

130124-openyeard

 স্থল বন্দর বেনাপোল ওয়্যারহাউজে খোলা আকশের নিচে কোটি কোটি টাকার আমদানিকৃত পন্য  অযত্মে অবহেলায় পড়ে রয়েছে। অযত্মে অবহেলায় পড়ে থাকার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে সংশ্লিষ্ট আমদানি কারকরা। বৃহত্তর এই বন্দর থেকে সরকারের কোটি কোটি

টাকা রাজস্ব আদায় হলে ও কর্তপক্ষের টনক নড়ছে না প্রয়োজনিয় শেড নির্মানের। আমদানিকৃত মালামালের ভিতর প্রাইভেডকার লৌহজাত পন্য, এসিড ,টায়ার, টিউব ইত্যাদি পন্য ওয়্যারহাউজের ভিতর খোলা আকাশের নিচে থেকে তার গুনগত মান নষ্ট হচ্ছে, আর ক্ষতির শিকার হচ্ছে আমদানি কারকরা।

আমদানি কারক লিনা এন্টার প্রাইজ জানান, মালামাল খালশের আনূস্টানিকতা সারতে অনেক সময় দির্ঘ সময় লাগে। ফলে খোলা আকাশের নিচে মালামাল থেকে রোদ বৃষ্টিতে মালমালের গুনগত মান নষ্ট হয় আর আমাদের ক্ষতি সম্মুখিন হতে হয়। আমদানি কারক ফ্যাশান ট্রেডার্স-ঢাকা জানান খোলা আকাশের নিচে মালমাল রেখে আমরা সরকারের রাজস্ব ঠিকমতো দিলে ও বন্দর কর্তপক্ষ শেড তৈয়ারির জন্য কোন ব্যাবস্থা না নেওয়ায় অনেক আমদানি কারক ইতমধ্যে আমদানি বন্দ করে দিয়েছে। আমদানি বন্দের ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অনতি বিলম্বে প্রয়োজনীয় ব্যাবস্থা না নিলে এ বন্দরের রাজস্ব কমতে কমতে একসময় বন্দর অচল হয়ে যেতে পারে বলে সচেতন মহল মনে করেন। উল্লেখ্য গত বছরের তুলনায় এ বছর রাজস্ব আয় কম হয়েছে প্রায় ২শ কোটি টাকা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!