যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে আজ সারাদেশে এক ঘণ্টা মানববন্ধন করবে আওয়ামী লীগ নেতৃতাধীন ১৪ দল। মানববন্ধন কর্মসূচি সফল করতে ইতিমধ্যে ১৪ দল সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
সারা দেশে একযোগে বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে ১৩ পয়েন্টকে প্রাধান্য দিয়ে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করবে ১৪ দল। মানববন্ধন কর্মসূচিতে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিয়েছে মহানগর আওয়ামী লীগসহ নগর ১৪ দল। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন অংশ নেবে।
রাজধানীর নির্ধারিত প্রতিটি পয়েন্টে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করবে।