আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
  জরায়ু ক্যান্সার প্রতিরোধে গোপালপুরে বিনামূল্যে টীকা পাবে সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী       রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন       গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি    
 


মানবতাবিরোধী অপরাধীদের বিচার সমর্থন করে যুক্তরাষ্ট্র

undefined
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ধর্মীয় নেতা মাওলানা আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্র বলেছে, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের আওতায় আনা সমর্থন করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।

একাত্তরে স্বাধীনতাযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়ে দেশটির সমর্থন রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন সরকারি মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড। তবে আযাদের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এছাড়া এমন বিচারের যথাযথ মানসম্মত প্রক্রিয়া বজায় রাখতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের পূর্ণ বিবৃতি
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য দেশটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক আবুল কালামের আযাদের অনুপস্থিতিতে তার বিচার শেষে সোমবার তাকে দোষী সাব্যস্তকরণ ও মৃত্যুদণ্ডের বিষয়টি খেয়াল রেখেছে যুক্তরাষ্ট্র। এ ধরণের অপরাধ যারা করেছে, তাদের বিচারের আওতায় আনা সমর্থন করে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও, এমন যেকোনো বিচার হতে হবে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ, ও জাতীয় মান এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদসহ অন্য সব আন্তর্জাতিক চুক্তিতে অনুসমর্থন দেয়ার মাধ্যমে যে আন্তর্জাতিক মানের প্রতি সম্মত হয়েছে বাংলাদেশ- সেই মান অনুসারে।

স্বাধীনতাযুদ্ধকালে সংগঠিত নৃশংসতার ইতিহাস যখন বাংলাদেশ মোকাবিলা করছে এবং যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরো রায়ের জন্য যুক্তরাষ্ট্র অপেক্ষা করছে, তখন আন্তর্জাতিক সনদগুলোর বাধ্যবাধকতা অংশ হিসেবে যথাযথ মানসম্মত প্রক্রিয়া মেনে চলা এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখার জন্য আমরা আমরা বাংলাদেশ সরকারকে বলছি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!