আজ || বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি       গোপালপুরে প্রধান শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন       গোপালপুরে ৩০ দিনের মধ্যে বিয়ে করতে সহকারি শিক্ষককে প্রধান শিক্ষকের নোটিশ    
 


আলজেরিয়ায় এখনো অনেক বিদেশি জিম্মি নিখোঁজ

আলজেরিয়ার সাহারা মরুভূমিতে একটি গ্যাসক্ষেত্রে জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনীর অভিযানের পরেও এখনো অনেক বিদেশি নাগরিকের খোঁজ পাওয়া যায়নি।
রয়টার্স জানায়, শুক্রবার পর্যন্ত যারা নিখোঁজ রয়েছে তাদের মধ্যে ১০ জন জাপানি, আট জন নরওয়েজিয়ান ও কয়েকজন ব্রিটিশ নাগরিক রয়েছে। তবে আল জাজিরা জানায়, একজন নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন এখনো অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। ফ্রান্স বলেছে, তাদের দুই নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যাদের ওই গ্যাসক্ষেত্রে থাকার সম্ভাবনা রয়েছে।
তারা এখনো জিম্মি রয়েছে কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। আলজেরিয়ার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এর আগে জানান, এ ঘটনায় অন্তত সাত পশ্চিমা নাগরিকসহ ৩০ জন জিম্মি নিহত হয়েছেন। এছাড়া সেনা অভিযানে অন্তত ১৮ জন অপহরণকারী নিহত হয়েছেন।
মালিতে ফরাসী সেনা অভিযান বন্ধের দাবি জানিয়ে বুধবার আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা আলজেরিয়ার আমেনাসের নিকটবর্তী মরুভূমির একটি গ্যাসক্ষেত্র দখল করে প্রায় সাড়ে ছয়শ’ মানুষকে জিম্মি করে। বৃহস্পতিবার সেখানে সেনাবাহিনী অভিযান চালায়।
স্থানীয় একটি সূত্র জানায়, ওই গ্যাস ক্ষেত্র থেকে একশ’ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। আলজেরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস’র বরাত দিয়ে বিবিসি জানায়, উদ্ধারদের মধ্যে ৫৭৩ জন আলজেরীয় রয়েছে।
আলজেরিয়ার নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, নিহত বিদেশি নাগরিকদের মধ্যে দুই জন জাপানি, দুই জন ব্রিটিশ ও একজন ফরাসি রয়েছে। বুধবার বন্দুকধারীরা যখন তাদেরকে জিম্মি করে তখনই এক ব্রিটিশ নাগরিক নিহত হয়।
জিম্মিদের মধ্যে বেশ কয়েক জন আমেরিকান ছিলেন বলে ওয়াশিংটন জানিয়েছে। তবে তাদের সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র : রয়টার্স ও আল জাজিরা

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!