আজ || শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
  জরায়ু ক্যান্সার প্রতিরোধে গোপালপুরে বিনামূল্যে টীকা পাবে সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী       রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন       গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি    
 


প্রিমিয়ার সিমেন্টের আইপিও লটারি ২০ জানুয়ারি

প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমের অর্থ উত্তোলনের পর অ্যালোটমেন্ট ড্র আগামী ২০ জানুয়ারি, রোববার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে এ ড্র অনুষ্ঠিত হব বলে জানা গেছে।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ার বরাদ্দ পাওয়ার জন্য ৫৫৯ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৮৪০ টাকা জমা পড়েছে। যা কোম্পানির লক্ষ্যমাত্রার চেয়ে ২১.২১ গুণ বেশি। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। বিনিয়োগকারীদের থেকে ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আর প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুবিধা ছিলো গত ১ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানটির শেয়ার বরাদ্দ পাওয়ার জন্য ৫৫৯ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৮৪০ টাকা জমা পড়েছে। যা কোম্পানির লক্ষ্যমাত্রার চেয়ে ২১.২১ গুণ বেশি। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহের ঘোষণা দেয়।

কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা অভিহিত মূল্যে সঙ্গে ১২ টাকা প্রিমিয়ামসহ মোট ২২ টাকা নির্ধারণ করা হয়।

সিএসইর তথ্য অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারীদের কাছে থেকে ৩৬১ কোটি ১২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ক্ষতিগ্রস্তদের কাছে থেকে ৪৬ কোটি ২৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫ কোটি ১৮ লাখ ৩৪ হাজার এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে ১২৭ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকার আবেদন জমা পড়েছে। কোম্পানির ২০০টি শেয়ারে একটি মার্কেট লট নির্ধারণ করায় সব মিলিয়ে ৬০ হাজার লট শেয়ার বরাদ্দ করা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!