আজ || বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি       গোপালপুরে প্রধান শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন       গোপালপুরে ৩০ দিনের মধ্যে বিয়ে করতে সহকারি শিক্ষককে প্রধান শিক্ষকের নোটিশ    
 


দুদকের তদন্ত কার্যক্রমে উদ্বেগের কারণ নেই বিশ্বব্যাংকের

undefined
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের  দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র নিয়ে দুদকে রবর্তমান তদন্ত কার্যক্রম নিয়ে উদ্বেগের কোনো কারণ বিশ্বব্যাংকের নেই।

অচিরেই বিশ্বব্যাংকের সব প্রশ্নের উত্তর পাঠাবে দুদক— এ কথা উল্লেখ করে গোলাম রহমান বলেন, কানাডিয়ান সরকারকে মামলার এজাহারের কপিও পাঠানো হবে।তবে যা কিছু হবে তা বাংলাদেশের স্বার্থ ও দেশের আইনানুযায়ীই হবে বলে জানান তিনি। গোলাম রহমান বলেন, পৃথিবীর অনেক দেশেই অপরাধ করেছে এমন সন্দেহে গ্রেপ্তারের বিধান থাকলেও বাংলাদেশের আইনে তা নেই।তাই আসল অপরাধী চিহ্নিত করাই দুদকের কাজ। তবে এ নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কিত হওয়ার কিছু নেই।তিনি আরো বলেন, সন্দেহ জনক হিসেবে যাদের কথা বলা হচ্ছে তাদের বিষয়ে বিস্তর তদন্ত হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলেতাদেরও আইনের আওতায় আনা হবে। গত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেপদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি দমন কমিশনের বর্তমান তদন্ত কার্যক্রম নিয়েউদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল।

প্রাপ্য প্রমাণের ভিত্তিতেদুদকের তৈরি করা প্রাথমিক তথ্য প্রতিবেদন পর্যালোচনা করে তদন্তের পরিধিনিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন প্রতিনিধি দলের প্রধান লুই মোরেনো ওকাম্পো।দুদকের কাছে বেশ কিছু বিষয়ের ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের কাছ থেকেব্যাখ্যা পাওয়ার পরই বিশেষজ্ঞ প্যানেল প্রতিবেদন চূড়ান্ত করবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!