আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
  জরায়ু ক্যান্সার প্রতিরোধে গোপালপুরে বিনামূল্যে টীকা পাবে সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী       রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন       গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি    
 


ডলার ও ইউরো বাদ দেয়ার পরিকল্পনা করেছে ইরান

ইসলামী ইরানের অর্থমন্ত্রী শামসউদ্দিন হোসেইনি বলেছেন, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ধাপে ধাপে ডলার ও ইউরোর ব্যবহার বন্ধ করে দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে তিনি জানান। আজ (সোমবার) তেহরানে ট্যাক্স বিষয়ক কর্মকর্তাদের এক বৈঠকের অবকাশে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরো বলেছেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরপরই ইরানের কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভ ইউরো ও স্বর্ণে রূপান্তরিত করেছে এবং এ পদক্ষেপের ফলে দেশ উপকৃত হয়েছে। তিনি বলেন, বাণিজ্যের ধরনে পরিবর্তন আনার ফলে ডলার ও ইউরোর মতো মুদ্রার প্রয়োজনীয়তা কমে যাবে। ইরানের বাণিজ্যিক অংশীদার দেশগুলোও তেহরানের এ ধরনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বলে তিনি ঘোষণা করেছেন।

ইরান তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলারের পাশাপাশি ইউরোকেও বাদ দেয়ার পরিকল্পনা নিয়েছে বলে এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মাহমুদ বাহমানি জানিয়েছেন।

২০১২ সালের শুরু থেকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের তেল ও আর্থিক খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তেহরান রেডিও

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!