আজ || বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি       গোপালপুরে প্রধান শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন       গোপালপুরে ৩০ দিনের মধ্যে বিয়ে করতে সহকারি শিক্ষককে প্রধান শিক্ষকের নোটিশ    
 


দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার হচ্ছে না

দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার হচ্ছে না। ব্যালট পেপারের মাধ্যমেই ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীতে ইভিএম সংযুক্ত করা সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, আরপিওতে ব্যালট ও ইভিএমের কথা উল্লেখ থাকলেও আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে এটি কার্যকর হবে না। শুধু ব্যালট পেপারই ব্যবহার করা হবে।

কারণ জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বেশিরভাগ রাজনৈতিক দল বর্তমানে ইভিএম ব্যবহারের বিপক্ষে তাই আমরা আপাতত এ নির্বাচনে শুধু ব্যালট পেপার ব্যবহার করতে চাচ্ছি। এছাড়া আগামী সংসদ নির্বাচনে প্রায় পৌনে তিন লাখ ভোটকেন্দ্র ব্যবহার করা হবে। এতে যে পরিমাণ ইভিএম লাগবে তা আমাদের কাছে মজুত নেই। আর এ অল্প সময়ের মধ্যে তা প্রস্তুত করাও সম্ভব নয়।

তাহলে যেসব ইভিএম তৈরি করা হয়েছে সেগুলোর কী হবে- এমন প্রশ্নের জবাবে কমিশনার শাহনেওয়াজ বলেন, এগুলো আপাতত বিভিন্ন স্থানীয় নির্বাচনে ব্যবহার করছি এবং পরীক্ষামূলকভাবে আরও করা হবে। এগুলো ভালোভাবে পরিচালনার জন্য দক্ষ জনবলও লাগবে। এ জনবল তৈরির জন্যও আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছি যাতে পরবর্তী নির্বাচনে ইভিএম ব্যবহার করা যায়।

বুয়েটের সঙ্গে ইসির বর্তমান সম্পর্ক জানতে চাইলে কমিশনার বলেন, বুয়েটের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে। তাদের সাথে আমাদের সামান্য মনমালিন্য ছিল। তবে আশা করছি তা দ্রুত ঠিক হয়ে যাবে। তাছাড়া বুয়েট আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!