আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
  জরায়ু ক্যান্সার প্রতিরোধে গোপালপুরে বিনামূল্যে টীকা পাবে সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী       রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন       গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি    
 


কোন অশুভ শক্তি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না

খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা বলেন, জাতির প্রত্যাশানুযায়ী জননেত্রী শেখ হাসিনা ‘৭১ এর মানবতা বিরোধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বিচারের রায় কার্যকর করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন যুদ্ধাপরাধীদের রক্ষা করতে

রাজাকারদের মদদদাতা বিএনপি নানা ষড়যন্ত্র শুরু করেছে। কোন অশুভ শক্তি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না উল্লেখ করে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি খুলনার পাইকগাছায় ছাত্রলীগের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র গনজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

বুধবার বিকালে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা সহ সভাপতি শেখ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা, জেলা আ’লীগের সহ সভাপতি গাজী মোহাম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ।

প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন (পল্টু)।

সংগঠনের উপজেলা সাধারন সম্পাদক এস এম আমিনুর রহমান লিঠুর পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা এস এম বাহারুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, সঞ্জয় মজুমদার ও বজলুর রহমান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!