আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বর্তমান সরকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। তাছাড়া মহাজোট সরকারের আমলে বিচার বিভাগ যেভাবে স্বাধীন ভাবে কাজ করছে অতীতের কোন সরকারের আমলে তা হয়নি উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রতিহিংসা পরায়ন হয়ে বিচার বিভাগকে প্রভাহিত করে কারো বিরুদ্ধে কোন মামলা করিনি। তিনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রবনতা থেকে বেরিয়ে আসতে সকলের প্রতি অনুরোধ জানান। তিনি ৪ জানুয়ারী বিকেলে কক্সবাজার আইনজীবি সমিতি প্রাঙ্গনে আইনজীবিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট শাহবুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কিন্তু সকল প্রকার অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে বলেও পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আইন প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের বিচার ব্যবস্থা আর্ন্তজাতিক মানের, তাই ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে আর্ন্তজাতিক মানের। কক্সবাজার জেলা আইনজীবি সমিতির জন্য ৭৮ লক্ষ টাকার বরাদ্দ হয়েছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী শ্রীঘ্রই তা ব্যবস্থা করে দেবে বলে প্রতিশ্রুতি দেন। এসময় আইনজীবিরা জমি রেজিষ্ট্রি করতে গিয়ে নানা হয়রানির কথা উল্লেখ করে এই সমস্যা সমাধানের মন্ত্রীর আশু সু-দৃষ্টি কামনা করেন। মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট মমতাজ আহমদ (পিপি), এডভোকেট মোহাম্মদ ইসহাক প্রমুখ। ।