আজ || শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেনের পদত্যাগ       উত্তর টাঙ্গাইল নূরানী মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান       গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত       গোপালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারী নিহত       গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান       গোপালপুরে জাতীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত       এ হয়রানির শেষ কোথায়! তদন্তে নির্দোষ, তবুও বন্ধ বেতনভাতা       গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপন       হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইয়ের মোড়ক উন্মোচন    
 


গোপালপুরে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইয়াবাসহ ডিবির হাতে আটক

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল মিয়াকে আজ বুধবার সন্ধ্যায় বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। ডিবির ওসি মো. হেলাল উদ্দীন খবরটি নিশ্চিত করেন।

ঝাওয়াইল বাজারের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমান হবি জানান, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। সন্ধ্যার দিকে তার বাসার অদূরে ডিবি পুলিশের সাথে ধস্তাধস্তি দেখে তিনি এগিয়ে যান। এ সময় তিনি দেখতে পান ডিবি পুলিশের ৪/৫ জন সদস্য রাসেলকে পাজাকোলা করে গাড়িতে তোলার চেষ্টা করছেন। ডিবির এক সদস্য মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করছেন। ডিবি পুলিশের সদস্যরা তাকে জানান, রাসেলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। হাবিবুর রহমানকে ডিবি সদস্যরা ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষ্য দেয়ার অনুরোধ জানান। এরপর রাসেলকে নিয়ে ডিবি পুলিশের গাড়ি স্থান ত্যাগ করে।

এদিকে ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগকর্মী সোহেল জানায়, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করছিল। নিজেও ইয়াবাখোর। দলীয় নেতারা সবই জানেন। তবুও এ সোনার ছেলেকে আদরে রাখতেন। নেশাখোর ও মাদক ব্যবসায়ীরা ছাত্রলীগের নেতা এমন কথা শুনতে বা বলতে বমি আসে।

ডিবির ওসি হেলাল উদ্দীন জানান, সাবইন্সপেক্টর মিজানুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন। ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, রাসেল দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তার নিকট থেকে ২১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হবে।

গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, ডিবি পুলিশ রাত সোয়া আটটা পর্যন্ত আটক রাসেলকে থানায় হস্তান্তর করেনি। তাকে হস্তান্তরের পর থানায় মামলা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!