আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
  জরায়ু ক্যান্সার প্রতিরোধে গোপালপুরে বিনামূল্যে টীকা পাবে সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী       রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন       গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি    
 


গোপালপুরে মুক্তিযোদ্ধার নামে রাস্তা নির্মাণ

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর স্থানীয় সাংসদ ছোট মনিরের নির্দেশনায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুময়া গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব ও ভূঞাপুরের অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

চেয়ারম্যানদ্বয় জানান, টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য ছোট মনির এমপির নির্দেশনায় দুই ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি ও  যাতায়াতের সুবিধার্থে হেমনগর ও অর্জুনা ইউনিয়নের শাখারিয়া ও ভরুয়া গ্রামের মাঝখান দিয়ে এক কিলোমিটার রাস্তাটি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে নির্মাণ করা হবে। এ সময় ইউপি সদস্য হোসন আলী ও জিনাহসহ স্থানীয় মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার জানান, নলিন গ্রামের মুক্তিযোদ্ধা মতিউর রহমান বঙ্গবীর কাদের সিদ্দীকি বীরোত্তমের কাদেরীয়া বাহিনীর অধীনে গোপালপুর, ভূঞাপুর ও সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেন। দীর্ঘদিন তিনি হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক ছিলেন। জোট সরকারের আমলে তিনি রাজনৈতিক কারণে হয়রানির শিকার হন।

সাংসদ ছোট মনির মুঠোফোনে গোপালপুর বার্তাকে বলেন, গোপালপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নামে পর্যায়ক্রমে সড়ক নির্মাণসহ বহুমুখী স্থাপনা নির্মাণ করা হবে। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্বরণীয় করে রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!