আজ || বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
  রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন       গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি       গোপালপুরে প্রধান শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন    
 


গোপালপুরের নগদা শিমলায় ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল তালেব মোড় থেকে গইজারপাড়া এবং বনমালী রাঘুববাড়ির কাঁচা রাস্তায় সম্প্রতি অতিবৃষ্টির কারণে ব্যাপক কাঁদা ও গর্ত সৃষ্টি হয়। ফলে এ রাস্তায় জনগণের যাতায়াতে দেখা দেয় চরম দুর্ভোগ।

আর এসব কাঁচা রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে পথচারীদের জন্য চলাচল উপযোগী করে দিচ্ছেন, নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল ইসলাম নুরু।

গত শুক্রবার সকাল থেকে তিনি বৃষ্টির পানিতে রাস্তায় কাঁদা ও গর্ত সৃষ্টি হওয়া  বিভিন্ন স্থানে ট্রাক দিয়ে ইট ও বালু ফেলে রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করেন।

এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর লতিফ, সাধারণ সম্পাদক মো. শেখ ফরিদ, চরচতিলা আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাজী জহির উদ্দিন বাবর, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিজের দায়বদ্ধতায় মো. নুরুল ইসলাম নুরু তার ইউনিয়নে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবকল্যাণে দীর্ঘদিন ধর নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। তার এলাকায় বিভিন্ন উন্নয়নমুখী কাজ করার মাধ্যমে তিনি এলাকাবাসীর ব্যাপক প্রশংসা পেয়ে যাচ্ছেন।

বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার নগদা শিমলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিমধ্যে তিনি রাতদিন জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!