গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল তালেব মোড় থেকে গইজারপাড়া এবং বনমালী রাঘুববাড়ির কাঁচা রাস্তায় সম্প্রতি অতিবৃষ্টির কারণে ব্যাপক কাঁদা ও গর্ত সৃষ্টি হয়। ফলে এ রাস্তায় জনগণের যাতায়াতে দেখা দেয় চরম দুর্ভোগ।
আর এসব কাঁচা রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে পথচারীদের জন্য চলাচল উপযোগী করে দিচ্ছেন, নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল ইসলাম নুরু।
গত শুক্রবার সকাল থেকে তিনি বৃষ্টির পানিতে রাস্তায় কাঁদা ও গর্ত সৃষ্টি হওয়া বিভিন্ন স্থানে ট্রাক দিয়ে ইট ও বালু ফেলে রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করেন।
এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর লতিফ, সাধারণ সম্পাদক মো. শেখ ফরিদ, চরচতিলা আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাজী জহির উদ্দিন বাবর, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিজের দায়বদ্ধতায় মো. নুরুল ইসলাম নুরু তার ইউনিয়নে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবকল্যাণে দীর্ঘদিন ধর নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। তার এলাকায় বিভিন্ন উন্নয়নমুখী কাজ করার মাধ্যমে তিনি এলাকাবাসীর ব্যাপক প্রশংসা পেয়ে যাচ্ছেন।
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার নগদা শিমলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিমধ্যে তিনি রাতদিন জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।