আজ || শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি       গোপালপুরে প্রধান শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন       গোপালপুরে ৩০ দিনের মধ্যে বিয়ে করতে সহকারি শিক্ষককে প্রধান শিক্ষকের নোটিশ    
 


২০১২ সালে বিএসএফের হাতে ৩৫ বাংলাদেশি নিহত

২০১২ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-এর হাতে ৩৫ জন বাংলাদেশি নিহত হয়েছে। যা গত বছরের ১২ মাসের তুলনায় বেশি। সর্বশেষ শনিবার ভোর রাতে আরো এক বাংলাদেশি নিহত হয়েছেন বিএসএফ-এর হাতে। শনিবার ভোররাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে

বিএসএফ-এর গুলিতে নিহত হন গরু ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম। তিনি মহেশপুরের তেতুল তলা গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিজিবি জানায় আনোয়ারসহ কয়েকজন ব্যবসায়ী সীমান্ত পার হয়ে গরু আনতে গেলে বিএসএফ গুলি চালায়।

চলতি বছরে এই নিয়ে বিএসএফ-এর হাতে মোট ৩৫ জন বাংলাদেশি নিহত হলেন। আর গত বছর নিহত হয়েছেন ৩১ জন।

ভারত বার বার প্রতিশ্রুতি দেয়ার পর সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না, বরং বাড়ছে। এজন্য ‘অধিকার’ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আদিলুর রহমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতিকেই দায়ী করেন।

তিনি জানান, বাংলাদেশের সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিরা এক দুর্বিসহ জীবন যাপন করছেন। সেখানে প্রতি চার দিনে একজন নিহত হন বিএসএফ-এর হাতে। আর হত্যাকাণ্ড ছাড়াও তারা বিএসএফ-এর হাতে নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন।

তিনি মনে করেন, ভারতের কাছ থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভানা কম। তাই বাংলাদেশকে এখন সীমান্ত হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে তুলে প্রতিকার চাইতে হবে। তবে সেক্ষেত্রেও বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতি শক্ত করতে হবে।

‘অধিকার’ এর হিসেব অনুয়ায়ী ২০০০ সাল থেকে ১৩ বছরে সীমান্তে ৯৬৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন বিএসএফ-এর হাতে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!