কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনিরের করোনাসহ রোগমুক্তি কামনায়, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করে গোপালপুর মাইক্রোবাস কার-পিকআপ শ্রমিক কমিটি।
শনিবার বাদ মাগরিব মাইক্রোবাস কার-পিকআপ শ্রমিক কার্যালয়ের গাড়ি পার্কিং মাঠে, নানা পেশার মানুষের অংশগ্রহণে সাংসদের দ্রুত আরোগ্য কামনায় মোনাজাতে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন গোপালপুর শাখা ও এর অঙ্গসংগঠনের শ্রমিক ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়ায় অংশ নেন। মোনাজাত শেষে সহস্রাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, মহামারী করোনারোধে নিজ সংসদীয় এলাকার জনগণকে সুরক্ষা করতে, নানামুখী কর্মসূচী বাস্তবায়নে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার পথে-প্রান্তের দাপিয়ে ঘুরেছেন এমপি ছোট মনির।
পরে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হোন।
আজ তার নমুনা রিপোর্ট নেগেটিভ আসায় ধারণা করা হচ্ছে, এমপি ছোট মনির ক’দিনের মধ্যেই পূর্ণসুস্থ হয়ে জনসেবার লক্ষ্যে সকলের মাঝে ফিরে আসবেন।