নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ বিভিন্ন দাবি আদায়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বুধবারের গণসংযোগ কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে জোটের শরিক জামায়াতে ইসলামী।
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এই নির্দেশ দেন।
এতে তিনি আরো বলেন, বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশের সকল মহানগরীতে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কর্মসূচি সফল করে আন্দোলন আরো বেগবান করতে হবে।