কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন (টেকাব) প্রকল্পের আওতায় মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
“দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ গাড়িতে একমাস মেয়াদী এই কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, এ ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী অনু্ষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক, শহর আওয়ামীলীগ সভাপতি এস এম রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তর জানায়, (টেকাব) প্রকল্পের আওতায় একমাস মেয়াদী এই কম্পিউটার প্রশিক্ষণে, গোপালপুর উপজেলার ৩৪ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেয়া হয়।