ডেক্স নিউজ :
অনলাইন নিউজ পোর্টাল ‘তরঙ্গ নিউজ’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী গোপালপুরে পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গোপালপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তরঙ্গ নিউজ গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি মো. নুর আলমের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কাইয়ুম খান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন সুজন- সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান তুলা, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, রির্পোটার খন্দকার আব্দুস সাত্তার, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী সৈয়দ নাসির উদ্দিন, সাংবাদিক কে এম মিঠু, বিধান চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।