আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
  জরায়ু ক্যান্সার প্রতিরোধে গোপালপুরে বিনামূল্যে টীকা পাবে সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী       রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন       গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি    
 


বিচারপতি নিজামুল হক পদত্যাগ করে ঠিক কাজ করেননিঃ মিজানুর রহমান

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করে ঠিক কাজ করেননি। বরং ব্যক্তিগত স্বাধীনতা হরণের দায়ে স্কাইপ হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত।
রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন।
বেসরকারি সংগঠন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) ‘বিশ্ব মানবাধিকার দিবস এবং প্রান্তিক মানুষের মানবাধিকার’ বিষয়ে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মিজানুর রহমান বলেন, ‘প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) কোনো কালে কোনো দেশেই নিরপেক্ষ ছিল না। তারা নিরপেক্ষ হলে পৃথিবীর কোনো দেশেই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হতো না।’

সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, প্রান্তিক মানুষের যে সমস্যা আছে, সেই বাস্তবতা স্বীকার করতেই রাজি নয় রাষ্ট্র। তাদের সমস্যা সমাধান না হওয়ার এটা একটা কারণ। অনেক প্রান্তিক মানুষ নিজের ঘরে পরবাসী হয়ে আছে। পরিবারের কেউ শ্রমিক না হলে চা-বাগানে বাস করার অধিকার হারাবে, চা-বাগানে চালু এই আইনটিকে ‘মধ্যযুগীয়’ বলে আখ্যায়িত করেন তিনি।

আকবর আলি খান আরও বলেন, ভূমি সমস্যার সমাধান না করলে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান হবে না। মানবিক বা নৈতিক বিবেচনায় নয়, অর্থনৈতিক কারণেই এই সমস্যার সমাধান করতে হবে। এর কারণ, এই সমস্যা জিইয়ে থাকলে ওই অঞ্চলে বিনিয়োগ হবে না। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় মূল্যবোধের অবক্ষয় প্রকট। গণতন্ত্রের গণতন্ত্রায়ণ করতে হবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক রাণা দাশগুপ্ত আলোচনায় বলেন, সংবিধানে জিয়া ও এরশাদের ভূত আজও রয়ে গেছে। পঞ্চদশ সংশোধনীর পরও সংবিধান থেকে ধর্মীয় বৈষম্য দূর করা যায়নি।

আরডিসির চেয়ারপারসন মেজবাহ কামালের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাধারণ সম্পাদক প্রণব কুমার বড়ুয়া, বেসরকারি সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী, গীতা রানী দাশ প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!