আজ || বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি       গোপালপুরে প্রধান শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন       গোপালপুরে ৩০ দিনের মধ্যে বিয়ে করতে সহকারি শিক্ষককে প্রধান শিক্ষকের নোটিশ    
 


আমেরিকা চাচ্ছে, আমাদের দেশকে পাকিস্তান বা আফগানিস্তানের মত অস্থিতিশীল রাষ্ট্র বানাতেঃ শামীম ওসমান

সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান আমেরিকার রাষ্ট্রদূতকে ইঙ্গিত করে বলেন, জামায়াত-শিবির তাকে তৈল মর্দন ও পদলেহন করে চলছে। যেন সে তাদের প্রভু। আমেরিকা চাচ্ছে, আমাদের দেশকে পাকিস্তান বা আফগানিস্তানের মত অস্থিতিশীল রাষ্ট্র বানাতে- যাতে এই সুযোগে তারা আমাদের দেশের মাটির নিচে থাকা কয়লা, গ্যাস ও তেলসহ সকল সম্পদ হাতিয়ে নিতে পারে। তাই তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃৃষ্টিতে জামায়াত-শিবিরকে সহায়তা করছে।

মহান বিজয় দিবস স্মরণে শহরের নারায়ণগঞ্জ কলেজের উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতি সপ্তাহ ২০১২ সমপানী শীর্ষক অনুষ্ঠানে কলেজ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল।

শামীম ওসমান উপস্থিত কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিপক্ষের শক্তিরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে লিপ্ত। তাই এখনই সময় তোমাদের রুখে দাঁড়াবার। তোমরা ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে ক্যাম্পেইন শুরু কর।

শামীম ওসমান তার বক্তব্যে শহরের বিভিন্ন হোটেলগুলোতে অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, বিশেষ অতিথি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম।

অনুষ্ঠান শেষে কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!