আজ || শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
  জরায়ু ক্যান্সার প্রতিরোধে গোপালপুরে বিনামূল্যে টীকা পাবে সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী       রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন       গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি    
 


যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে যারা ষড়যন্ত্র করেছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবেঃ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব:) এমপি বলেছেন, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় প্রমাণ করেছে জনগণ যুদ্ধাপরাধীদের বিচার চায়। যে কোন মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।

তিনি আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মুক্তিযুদ্ধের বিজয়মঞ্চ’ শীর্ষক মুক্তিযুদ্ধের জাতীয় বিজয় উৎসব ২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে ওয়ান্ডার্স মিডিয়ার উদ্যোগে এ বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিজয়ের মাসে যারা হরতাল ডাকে তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি হতে পারেনা। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে যারা ষড়যন্ত্র করেছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চের আহবায়ক মোঃ আবদুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।

৩১ ডিসেম্বর পর্যন্ত ১৯ দিনব্যাপী এ বিজয় মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, স্মারক গ্রন্থ প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয়ের র‌্যালি, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে। রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!