আজ || বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেনের পদত্যাগ       উত্তর টাঙ্গাইল নূরানী মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান       গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত       গোপালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারী নিহত       গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান       গোপালপুরে জাতীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত       এ হয়রানির শেষ কোথায়! তদন্তে নির্দোষ, তবুও বন্ধ বেতনভাতা       গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপন       হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইয়ের মোড়ক উন্মোচন    
 


গোপালপুরে সাইকেল পেল বাল্য বিবাহ বন্ধের ৩৫ শুভেচ্ছা দূত

কে এম মিঠু, গোপালপুর :

Photo-Gopalpur-Tangail- 21.04 (2)

গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ও নির্বাহী অফিসার মাসূমুর রহমান বাইসাইকেলগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন।

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা ইনোভেশন কার্যক্রমের আওতায় বাইসাইকেল পেলো সাত ইউনিয়নের সাত স্কুলের ৩৫ জন শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার গোপালপুর উপজেলা পরিষদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাইসাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুমুর রহমান জানান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার জন্য ইনোভেশন কার্যক্রমের আওতায় প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকার ৩০টি সাইকেল ৭টি স্কুলের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে। পর্যাক্রমে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মুরশিদা আক্তার মৌ নতুন সাইকেল পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, আমরা অত্যন্ত খুশি সাইকেল পেয়ে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে বাল্য বিবাহ বন্ধে আমাদের উপর অর্পিত কাজগুলো অবশ্যই সোচ্চার হয়ে করে যাবো।

প্রথম পর্যায়ে সাইকেল পাওয়া স্কুল গুলো হলো, ধোপাকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়, ঝাওয়াইল হেমন্তকুমারী উচ্চ বিদ্যালয়, বড়শিলা উচ্চ বিদ্যালয়, আলমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়, হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়।

সাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মরিয়ম আক্তার মুক্তা, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইনোভেশন টিমের সদস্যসহ সাংবাদিক ও বিশিষ্টজন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!