আজ || শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেনের পদত্যাগ       উত্তর টাঙ্গাইল নূরানী মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান       গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত       গোপালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারী নিহত       গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান       গোপালপুরে জাতীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত       এ হয়রানির শেষ কোথায়! তদন্তে নির্দোষ, তবুও বন্ধ বেতনভাতা       গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপন       হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইয়ের মোড়ক উন্মোচন    
 


গোপালপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপথ প্রচারে সরগরম

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :

Photo-Gopalpur-UP-Tangail-22.03.2016আগামি ৩১ মার্চ টাঙ্গাইলের গোপালপুরের সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পাড়া মহল্লায় বিরাজ করছে ভোটের আমেজ। সাদাকালো পোস্টারে-পোস্টারে ছেঁয়ে গেছে গ্রামের অধিকাংশ পাড়াসহ মেঠোপথ। ভোট প্রার্থনায় মাইকের তীব্র আওয়াজে প্রচার হচ্ছে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীর কাংঙ্খীত মার্কা। চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও হাট বাজারে নির্বাচনী আলোচনা এখন ভোটারদের মুখে মুখে। ইতোমধ্যে নির্বাচনে অংশ নেয়া বেশ কিছু প্রার্থী অপ্রত্যাশিত বিচ্ছিন্ন কিছু ঘটনার সম্মুখীন হলেও নিজের অবস্থান ধরে রাখতে ঘুরে বেরাচ্ছেন ওয়ার্ড থেকে ওয়ার্ডে। অপরদিকে সাধারন ভোটাররা তাদের নিজ নিজ ভোট প্রদানে আগ্রহ থাকলেও গোলযোগ ও ভোট ছিন্তাইয়ের আশংঙ্খা করছেন। তাদের দাবী যথাযথ নিরাপত্তা দিলেই সাধারন ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

নির্বাচনে ২৭ জন চেয়ারম্যান প্রার্থী, ৬৮ জন সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য আসনে ২৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৮৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ২শ ৮৫ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭৯ হাজার ৫শ ৬৯ জন।

নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাচনী অফিসার মো. শামছুল হুদাকে মির্জাপুর ও আলমনগর ইউনিয়ন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. আসাদুজ্জামানকে নগদাশিমলা ও হাদিরা ইউনিয়ন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফর রহমানকে হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবীরকে ধোপাকান্দি ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিটি ইউনিয়নে পুরুষের তুলনায় নারী ভোটার বেশি হওয়ায় প্রার্থীদের টার্গেট এবার নারী ভোটাররা। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতিসহ ভিন্ন ভিন্ন কায়দায় ভোটারদের ঘায়েল করতে নানামূখী কৌশল অবলম্বন করছে। কেউ কেউ প্রায় ভুলে যাওয়া আত্বীয়তার সূত্রধরে ভোট ভিক্ষা করে যাচ্ছে।

উপজেলার মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ সভাপতি, ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সম্পাদক ও বিএনপি উপজেলা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান জসিম (ধানেরশীষ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আলমনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অধ্যাপক আব্দুল মোমেন (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী উপজেলা বিএনপি’র সদস্য ও বর্তমান চেয়ারম্যান হামিদুল হক চৌধুরীর পুত্র এহসানুল হক চৌধুরী ওপেল (ধানেরশীষ), উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এসএম মুকুল স্বতন্ত্র (আওয়ামী সমর্থক) প্রার্থী আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আনিসুর রহমান হিরা (নৌকা), অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুব (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) আনারস, বিএনপি মনোনিত প্রার্থী ইউনিয়ন বিএনপি’র সম্পাদক জাহাঙ্গীর আলম খান (ধানেরশীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুলফিকার আলী (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নগদাশিমলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট কে এম আবুল কালাম জুরাত (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আনছার আলী সাগর (ধানেরশীষ), উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব খন্দকার শহিদুল আলম রঞ্জু (লাঙ্গল), বিএনপি’র ইউনিয়ন শাখার তৃতীয় যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান কামাল স্বতন্ত্র (বিএনপি’র বিদ্রোহী) প্রার্থী আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

হাদিরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আবুল কাশেম (নৌকা), বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত হাতেম আলী তালুকদারের ভাতিজা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদের তালুকদার (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) চশমা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নিকছন (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) মটরসাইকেল, সাবেক চেয়ারম্যান এটিএম মোস্তফা লিটন (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) আনারস, বিএনপি মনোনিত প্রার্থী মো. রফিকুল ইসলাম (ধানেরশীষ), ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুসাইন মোহাম্মদ রাসেল (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স (ধানেরশীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান (আনারস), ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম লাভু (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) মটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

ধোপাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ইউনিয়নের আওয়ামী লীগের বর্তমান উপদেষ্টা আব্দুল হাই (আনারস), বিএনপি মনোনিত প্রার্থী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক গোলাম মোস্তফা (ধানেরশীষ), ইউনিয়ন বিএনপি নেতা মো. ফজলুল হক (বিএনপি’র বিদ্রোহী প্রার্থী) মটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোপালপুর উপজেলার সাত ইউনিয়নের সকল প্রতিদ্বন্ধী প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সমন্বয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসূমুর রহমান ও গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম নির্বাচনী আচরণ বিধি লঙ্গন না করতে প্রার্থীদের প্রতি আহ্বান রেখে বেশ ক’বার আইন শৃঙখলা বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে বলে সকলকে অবহিত করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!