আজ || শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেনের পদত্যাগ       উত্তর টাঙ্গাইল নূরানী মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান       গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত       গোপালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারী নিহত       গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান       গোপালপুরে জাতীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত       এ হয়রানির শেষ কোথায়! তদন্তে নির্দোষ, তবুও বন্ধ বেতনভাতা       গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপন       হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইয়ের মোড়ক উন্মোচন    
 


গোপালপুর পৌর নির্বাচন; মেয়র প্রার্থী ৪ লড়াই নৌকা ধানের শীষে

 

নিজস্ব সংবাদদাতা :

KMM 23.12.2015

টাঙ্গাইল জেলার গোপালপুর পৌরসভা ১৯৭৪ সনে প্রতিষ্ঠিত হয়। এ পৌরসভাটি একটি দ্বিতীয় শ্রেণির পৌরসভা। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৫ সালের ১৪ আগস্ট এ পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য হাতেম আলী তালুকদারের পুত্র মতিয়ার রহমান দুদু। পরবর্তীতে আওয়ামী লীগ নেতা এম.এ জব্বার দুই মেয়াদে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অন্যতম সংগঠক খন্দকার আবদুল মান্নান একবার প্রশাসক এবং দুইবার নির্বাচিত চেযারম্যান হিসেবে, তৎপরিবর্তিতে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল কাদের কবির উজ্জল এক মেয়াদে এবং সবশেষে বর্তমান মেয়র গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ২শ ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১৯ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ২শ ৭০ জন। নির্বাচনি কাজে নির্মিত হবে ১৩টি ভোট কেন্দ্র। ভোটকক্ষ থাকবে ১০৫টি। নির্বাচনি কাজে ইতিমধ্যে ১৩ জন প্রিজাইডিং অফিসার, ১০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২১০ জন পোলিং অফিসার নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানা (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম রুবেল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো: আব্বাস আলী (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা মো: বেলায়েত হোসেন (নারকেল গাছ) প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে অবতীর্ণ হয়েছেন। নির্বাচনে কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৫ জন, ৩ নং ওয়ার্ডে ৬ জন, ৪ নং ওয়ার্ডে ৩ জন, ৫ নং ওয়ার্ডে ৬ জন, ৬ নং ওয়ার্ডে ৪ জন, ৭ নং ওয়ার্ডে ৩ জন, ৮ নং ওয়ার্ডে ৪ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জনসহ মোট ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে ৪ জন, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে ৫ জন এবং ৭, ৮, ৯ নং ওয়ার্ডে ৩ জনসহ মোট ১২ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার এবং রির্টানিং অফিসার মাসুমুর রহমান আচরণবিধি লঙ্গনের অভিযোগে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম রুবেল এবং আওয়ামীলীগ প্রার্থী রকিবুল হক ছানাকে শোকজ করছেন এবং নৌকা প্রতীকের সমর্থক সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুমের উপর হামলাকারিদের শাস্তি এবং আচরণ বিধি লংঘনের প্রতিবাদে গতপরশু মঙ্গলবার বিকালে নৌকা প্রতীকের কর্মীরা পুরাতন পৌরসভা চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!