বাংলাদেশ টাইমসঃ ডিসেম্বর মাসে আবার হরতাল। জামায়াতে ইসলামীসহ সব ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’ নিষিদ্ধ করা এবংযুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ কয়েকটি দাবিতে ১৮ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় সরকারের বিরুদ্ধে আবারও বিদ্যুৎসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পায়তারার অভিযোগ আনা হয়। বলা হয়, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে এখন রীতিমতো বিপর্যয় নেমে এসেছে। জনজীবনকে এ বিপর্যয় থেকে রক্ষা করাও সিপিবি-বাসদ হরতাল কর্মসূচি দেয়ার একটি কারণ। এদিকে একই দাবিতে আগামী ১৫ই ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। [বাংলাদেশ টাইমস ডেস্ক]