আজ || শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
  জরায়ু ক্যান্সার প্রতিরোধে গোপালপুরে বিনামূল্যে টীকা পাবে সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী       রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন       গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি    
 


প্রশ্নপত্রে বঙ্গবন্ধু ‘জাতির কলঙ্ক’ সিলেটে তোলপাড়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জাতির কলঙ্ক’ – এমন প্রশ্নপত্রে সিলেটের মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর নির্বাচনী পরীক্ষা নেয়া হয়েছে। এ ঘটনায় সিলেটের সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। গতকাল ছিল দ্বাদশ শ্রেণীর পৌরনীতি পরীক্ষা। বহু নির্বাচনী প্রশ্নপত্রের ২৪ নম্বর প্রশ্নটি ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই জাতি মুক্তির স্বাদ আস্বাদন করতে পেরেছে। তিনি ছিলেন’-সঠিক উত্তরের জন্য দেয়া ৩টি- উত্তরের মধ্যে তৃতীয়টি ছিল ‘জাতির কলঙ্ক’। অপর দু’টি উত্তর ছিল – অবিসংবাদিত নেতা ও জাতির মুক্তির দিশারী। সকালে এমন প্রশ্নপত্র হাতে পেয়ে ক্ষোভ প্রকাশ করে পরীক্ষার্থীরা। অনেকেই এমন প্রশ্নে পরীক্ষা দিতে অনিচ্ছা প্রকাশ করে। এ নিয়ে প্রায় ২ ঘণ্টা পরীক্ষা বন্ধ থাকার পর কলেজ অধ্যক্ষ, কলেজ ছাত্রলীগ ও ছাত্রদল নেতাদের সহযোগিতায় পরীক্ষার্থীদের বুঝিয়ে বিতর্কিত প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়। আলোচিত এই প্রশ্নপত্রের প্রণেতা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন। অভিযোগ উঠেছে ভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হওয়ায় ফরিদ প্রশ্নে বঙ্গবন্ধুর আগে ‘জাতির জনক’ শব্দটি ব্যবহার না করে পরিকল্পিতভাবেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ‘জাতির কলঙ্ক’ শব্দ প্রয়োগ করেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ এ ঘটনাকে অনাকাঙিক্ষত বলে উল্লেখ করেছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান। তিনি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!