আজ || রবিবার, ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম :
  জরায়ু ক্যান্সার প্রতিরোধে গোপালপুরে বিনামূল্যে টীকা পাবে সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী       রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন       গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ       গোপালপুরে শিশু ধর্ষন অপচেষ্টা; ভিক্টিমের বাড়িতে প্রাণনাশের হুমকিতে আদালতে প্রসিকিউশন       গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান লতিফ সিটি আর নেই       প্রকাশিত সংবাদের প্রতিবাদ       গোপালপুরে দৈনিক মজলুমের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুর হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে নির্দয়ভাবে পিটিয়েছে সন্ত্রাসীরা; থানায় মামলা       গোপালপুর প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার আর নেই       গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা: বাদীকে স্কুল কমিটির সভাপতি ও আইনজীবীর হুমকি    
 


যতই জ্বালাও পোড়াও আর মানুষ খুন করেন যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেইঃ শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই জ্বালাও পোড়াও আর মানুষ খুন করেন যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই। যুদ্ধাপরাধীরা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা করেছে। এদেশের মা-বোনের ইজ্জত নিয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করেছে। তাদের বিচার হবেই। যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার করা হয়েছে সেভাবেই যুদ্ধাপরাধীদের বিচার হবেই ইনশালস্নাহ। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতির পিতার খুনীদের বিচার বাঁধাগ্রস্থ করতে চেয়েছিলেন পারেন নাই। যুদ্ধাপরাধীদের বিচারও বাঁধাগ্রস্থ করতে পারবেন না। তিনি আরও বলেন, লুটপাট, দূর্নীতি, সন্ত্রাস, খুন এই হল বিএনপির তিন গুণ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে আর বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ অশান্তিতে থাকে। তারা ক্ষমতায় গেলে অত্যাচার, নির্যাতন, হত্যা, লুটপাট আর টাকা পাচারে ব্যস্ত থাকে। তারা সার চাওয়ার অপরাধে কৃষক কে গুলি করে হত্যা করে। তারা টাঙ্গাইলের এ অঞ্চলের বহুনেতা কর্মীকে হত্যা করেছে এমন কি ড. আব্দুর রাজ্জাকের উপরও হামলা করেছিল। আমাদের সরকার শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরেছি। এবারও ২৭ কোটি বই বিনামূল্যে জানুয়ারি মাসের প্রথমেই ছেলে মেয়েদের হাতে তুলে দেয়া হবে ইনশালস্নাহ। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে সমুদ্র বিজয় করেছি। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নতি করেছি। শেখ হাসিনা আরও বলেন, আমরা দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছি। যাতে যুব সমাজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ধনবাড়ী নওয়াব ইনষ্টিটিউশন মাঠে এক বিশাল জনসমাবেশে একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াত জোট সরকার এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করে যায় নাই। আমরা সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন করে সাড়ে ছয় হাজার মেগাওয়াটে উন্নীত করেছে। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মনে বড় জ্বালা। উনিতো এখন লুটপাটের কালো টাকা বানাতে পারছেন না। তারা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে ইতিমধ্যে তাদের সেই পাচার করা টাকা বিদেশ থেকে ফেরত এনেছি। এ টাকা দিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যানে কাজ করা হবে। কথায় বলে চোরের মার বড় গলা। আমরা ক্ষমতায় এসে মানুষের, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করেছি। আমাদের লক্ষ্য ছেলে মেয়েরা যাতে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা অর্জন করতে পারে। তথ্য প্রযুক্তির প্রসারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, নৌকায় ভোট দিলে দেশে শান্তি ফিরে আসে আর বিএনপিকে ভোট দিলে আশান্তি চলে আসে। তিনি নির্বাচন উপলক্ষ্যে বলেন, আমরা ভোট চুরিতে বিশ্বাসী নই। আমাদের সময়ে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!