আজ || মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে দারোগার মাথা ফাটানোর ঘটনায় ১৬ জনকে জেলহাজতে প্রেরণ       গোপালপুরে দারোগার মাথা ফাটিয়েছে সন্ত্রাসীরা; গ্রেফতার ১০       গোপালপুরে প্রধানমন্ত্রীর ফেয়ার প্রাইজের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ       গোপালপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেনের পদত্যাগ       উত্তর টাঙ্গাইল নূরানী মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান       গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত       গোপালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারী নিহত       গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান       গোপালপুরে জাতীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত    
 


গোপালপুরে পোঁকা দমনে বিনামূল্যের আলোক ফাঁদ

কে এম মিঠু গোপালপুর : বোরো মৌসুমে পোকার আক্রমন বন্ধে টাঙ্গাইলের গোপালপুর কৃষি সম্প্রসারণ বিভাগ আলোক ফাঁদ নামে এক অভিনব পদ্ধতি চালু করেছে। অপকারী পোঁকা দমনে এ পদ্ধতি থেকে সুফল পাওয়াসহ কীটনাশকের ব্যবহার কমছে। জনপ্রিয় হচ্ছে বিনা খরচের এ পদ্ধতি।

জানা যায়, প্রতি বছর বোরো ফসলে বাদামি গাছ ফড়িং, মাজরা ও পাতা মোড়ানো পোকার উপদ্রবে কোটি টাকার ফসল বিনষ্ট হয়। বিষ প্রয়োগেও এসব পোকা দমন না হওয়ায় কৃষক সর্বশান্ত হয়ে পড়ে। এমতাবস্থায় পোকা নির্মূলে বিষের পরিবর্তে এ প্রাকৃতিক পদ্ধতি চালু করা হয়েছে। এতে তেমন খরচ নেই। তবে সফলতা একশত ভাগ। বোরো চারা লাগানোর আগেই বীজতলায় এ ফাঁদ পাতা হয়। এতে আতুঁড় ঘরেই বিনষ্ট হবে পোকা।

গত বুধবার রাতে পৌরসভার সূতি পূর্বপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, বোরো ধানের বীজতলায় ‘আলোক ফাঁদ’ দিয়ে পোকা দমন করছেন কৃষক আব্দুল গণি। বীজতলার মাঝখানে চার্জার লাইট জ্বালিয়ে বাঁশের খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়েছে। নিচে সাবান মিশানো পানি ভর্তি গামলা। আলোর আকর্ষনে দূর থেকে পোকা উড়ে এসে হুমড়ি খেয়ে সাবান গোলা পানিতে পড়ে মারা যাচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, উপজেলার প্রায় ২২টি ব্লকে বোরো বীজতলার জমিতে ‘আলোক ফাঁদে’ পোকা দমন হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার শফিকুর রহমান জানান, আলোক ফাঁদে পোকা শনাক্তকরণ ও দমনে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। এতে বন্ধু পোকার কোনো ক্ষতি হচ্ছেনা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!