আজ || শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেনের পদত্যাগ       উত্তর টাঙ্গাইল নূরানী মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান       গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত       গোপালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারী নিহত       গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান       গোপালপুরে জাতীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত       এ হয়রানির শেষ কোথায়! তদন্তে নির্দোষ, তবুও বন্ধ বেতনভাতা       গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপন       হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইয়ের মোড়ক উন্মোচন    
 


গোপালপুরে পাঠ সমীক্ষা পর্যবেক্ষণ ও মিড ডে মিল উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ সমীক্ষা পর্যবেক্ষণ ও মিড ডে মিল এর উদ্বোধন করা হয়েছে।

গত মঙ্গলবার উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শাহআলম, যুগ্মসচিব, মহাপরিচালক (অ.দা.) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. শাহজাহান কবির, উপপরিচালক (মূল্যায়ন), নেপ, ময়মনসিংহ, ড. রবিউল ইসলাম, সহকারী বিশেষজ্ঞ, নেপ, ময়মনসিংহ, মো. রফিকুল ইসলাম রুমী, উপজেলা শিক্ষা অফিসার, গোপালপুর, রাজিয়া সুলতানা, ইন্সট্রাকটর, উপজেলা রির্সোস সেন্টার, গোপালপুর, মাশহুদ করিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, গোপালপুর, মো হুমায়ুন কবির, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোপালপুর, রওশন খাঁন আইয়ুব, সভাপতি, শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাল হোসাইন, অধ্যক্ষ, উইজডম ভ্যালী স্কুল, ঘাটাইল, মো. হাবিবুর রহমান, পরিচালক চাইল্ড হ্যাভেন কিন্ডার গার্টেন, গোপালপুর।

উল্লেখ্য, শতভাগ উপস্থিতি, শৃঙ্খলা ও সাফল্যের ভিত্তিতে শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গোপালপুর উপজেলায় এ বছর শ্রেষ্ঠ বিদ্যালয়ের খ্যাতি অর্জন করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনজু আনোয়ারা ময়না বলেন, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক মন্ডলী, অভিভাবক, ছাত্র-ছাত্রী, কর্মচারী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ সম্মান অর্জন করা সম্ভব হয়েছে। অতিথিবৃন্দ সফলতার ধারা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!