আজ || শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেনের পদত্যাগ       উত্তর টাঙ্গাইল নূরানী মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান       গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত       গোপালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারী নিহত       গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান       গোপালপুরে জাতীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত       এ হয়রানির শেষ কোথায়! তদন্তে নির্দোষ, তবুও বন্ধ বেতনভাতা       গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপন       হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইয়ের মোড়ক উন্মোচন    
 


গোপালপুরে ছাত্রলীগের মানববন্ধন ও পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান

কে এম মিঠু, গোপালপুরবাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরেয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় মানববন্ধন কর্মসূচি পালন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শহর ছাত্রলীগ, গোপালপুর কলেজ শাখা ছাত্রলীগ, মেহেরুনন্নেছা মহিলা কলেজ শাখা ছাত্রলীগ, হেমনগর কলেজ শাখা ছাত্রলীগ, খ. ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগ, বেঙ্গুলা, গোপালপুর কামিল মাদ্রাসা শাখা ছাত্রলীগ, চাতুটিয়া ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রলীগ ইউনিটের শত শত নেতাকর্মী সমর্থকসহ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট একটি কুচক্রীমহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে দেশের ললাটে কলঙ্ক লেপন করে। এই হত্যার মধ্যে দিয়ে জাতি হিসেবে আমরা পিতৃহত্যা জাতিতে পরিণত হয়েছে। তাই বাকি খুনিদের দ্রুত ফিরিয়ে এনে তাদের ফাসির দাবি জানান। তারা আরও বলেন, স্বাধীনতার অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা বেঁচে থাকা মানে জাতি হিসেবে বাঙালি জাতির লজ্জিত হয়ে থাকা। আমরা এই লজ্জার অবসান চাই। তাই জাতির পিতার খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবী জানাচ্ছি।

মানববন্ধন শেষে ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বিমান, ছাত্রলীগ আহ্বায়ক মঞ্জুরুল হক ফরিদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রনজু, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, শফিকুল ইসলাম শফিক, শেখ রাসেল, আলমগীর রানা, ইকবাল হুসাইন, নূরনবী সোহাগ, মানিক চক্রবর্তী ও আব্দুল হালিম প্রমূখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!